স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।
বিকালে এক আলোচনা সভার বক্তব্যের শেষে সাংবাদিকদের কাছে এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এই অভিনন্দন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সাংবাদিকদের চিরকুট পেয়েছি। জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন সাংবাদিকরা। আমি তাদেরকে(নতুন কমিটি) অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারো এই প্রত্যাশা করছি যে, জাতির যে আশা, যে আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরিয়ে দেয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া তার জন্য তারা কাজ করবেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন রোববার বিকালে নির্বাচনী অধিবেশনে দলটির সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা ঘোষণা করা হয়। এই অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন।
নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখহাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এই পদেও বিকল্প কোনো নাম প্রস্তাব না আসায় সড়ক পরিবহন মন্ত্রী কাদেরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন