আগামীকাল নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।নিসচা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে আগামীকাল ১১ ডিসেম্বর ২০২১, সকাল ১১ টায়।নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হল মিলনায়তনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিরাপদ সড়ক চাই (নিসচা)র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন