শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শ্যামনগরে হরিণের চামড়াসহ আটক দুই

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে হরিণের চামড়াসহ দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিদ্দিক গাজীর বাড়ি হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বংশীপুর গ্রামে আহাদ গাজীর ছেলে ইউনুস গাজী ও একই গ্রামের মেহের চাঁদ গাজীর ছেলে আলমগীর গাজী।
পুলিশ জানায়, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিদ্দিক গাজীর বাড়ি থেকে হরিণের চামড়া পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি হতে একটি হরিণের চামড়াসহ দু’ জনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন