সাগর উত্তাল : বন্দরে সঙ্কেত
চট্টগ্রাম ব্যুরো : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি একই এলাকায় কার্যত স্থির রয়েছে। স্থির অবস্থায় থেকে গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘনীভূত হচ্ছে। এর সক্রিয় প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত দেখানো হচ্ছে। গভীর নি¤œচাপের বর্ধিত প্রভাবে গতকালও (রোববার) প্রায় সমগ্র দেশে ভ্যাপসা গরম পড়ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে গুমোট ধরনের আবহাওয়া বিরাজ করছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩৩.২ ও ২২.৮ ডিগ্রি সে., চট্টগ্রামে ৩৪ ও ২২.৯ ডিগ্রি সে.।
সর্বশেষ আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি কার্যত একই এলাকায় স্থির থেকে ঘনীভূত হয়ে গভীর নি¤œচাপে পরিণত হয়েছে। গভীর নি¤œচাপটি গতকাল দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৭০ কি.মি. দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কি.মি. দক্ষিণ, দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কি.মি. দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
নি¤œচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পূর্বদিকে অগ্রসর হতে পারে। নি¤œচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নি¤œচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, কক্সবাজার জেলা ও এর সংলগ্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন