বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসলামি দুনিয়ার সাধারণ ভিত্তি জেরুসালেম : এরদোগান

জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জেরুসালেম শুধু কিছু সাহসী মুসলমানেরই নয়, পুরো ইসলামি দুনিয়ার সাধারণ ভিত্তি। শুক্রবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পার্লামেন্টারি ইউনিয়নের ১৬তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা। একইসাথে ওআইসির সদস্য দেশগুলোর প্রতি তিনি আহŸান করেন এমন সব পদক্ষেপ থেকে দূরে থাকার, যা ফিলিস্তিন ইস্যুর ক্ষতি করবে। তিনি বলেন, এটি অন্যায় ও অবিবেচনামূলক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে ইহুদিদের গণহত্যার মূল্য ফিলিস্তিনিদের শোধ করতে হবে। এরদোগান জানান, পূর্ব জেরুসালেম ও মসজিদুল আকসার মর্যাদা সম্পর্কে তুরস্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ১৯৬৭ সালের সীমানায় জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তিনি। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন