অর্থনৈতিক প্রতিবেদক : অবশেষে হ্যাকারদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট। গতকাল (রবিবার) সকালে ওয়েবসাইটি খুললে তা আগের মতো দেখা গেছে। শনিবার বিকেলে (৫টা ২৪ মিনিটি) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ওই দিন রাত ১০টা পর্যন্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করার চেষ্টা করা হয়। কিন্তু হ্যাকিংয়ের কারণে তা সম্ভব হয়নি।
ওই সময় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকলেই ইংরেজিতে লেখা আসছিলোÑ ‘হ্যাকড বাই ডিআরলেজি অ্যান্ড হেটলার টিএন অ্যান্ড ফালাগ চাহিনে।’ ওয়েবসাইটে আরও লেখা ছিল, ‘তুনিশিয়ান সাইবার রেসিটেন্স এএল ফালাগা টিম।’ এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাতলুবুর রহমান ইনকিলাবকে বলেন, অর্থমন্ত্রীর নির্দেশে আমাদের আইটি টিম মাত্র ৪০ মিনিটে হ্যাকারদের কবল থেকে ওয়েব সাইটটি উদ্ধার করতে সক্ষম হয়। যার ফলে হ্যাকাররা কোনো তথ্যই চুরি বা বিনষ্ট করতে পারেনি।
মন্তব্য করুন