শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মুঠোফোন বিস্ফোরণে আহত জাফর আলীর বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় মুঠোফোন বিস্ফোরণে আহত জাফর আলীর বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। গতকাল (রোববার) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, “মান নিয়ন্ত্রণহীন মোবাইল হ্যান্ডসেট ও এক্সেসরিজের বাজার সয়লাব, জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন” শীর্ষক সংবাদ সম্মেলনের এক সপ্তাহ পার হতে না হতেই সাভারের আশুলিয়ায় মোঃ জাফর আলী তার মাইক্রোম্যাক্স হ্যান্ডসেট দিয়ে কথা বলার সময় হ্যান্ডসেটটি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে করে মোঃ জাফর আলী ও তার স্ত্রী দুলালী বেগম আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধি দল দেখতে গিয়ে বার্ন ইউনিটের পরিচালক ডা: আবুল কালাম আজাদ বলেন, মোঃ জাফর আলীর ৪৮ শতাংশ ও তার স্ত্রী দুলালী বেগমের ৪২ শতাংশ পুড়ে গেছে। এরা বর্তমানে মৃত্যুঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, মুঠোফোন আমদানিকারক এসোসিয়েনের সাথে কথা বলে এ রোগীর চিকিৎসার দায়-দায়িত্ব নেবার জন্য অনুরোধ করি। আমরা মনে করি, মাননিয়ন্ত্রণহীন হ্যান্ডসেটই এর জন্য দায়ী। তাই আমরা সরকারের কাছে দাবি রাখব এই গ্রাহকের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই সাথে মানহীন হ্যান্ডসেটের আমদানিকারকদের আইনের আওতায় আনা হোক। আমরা আরো দাবি করছি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা সরকার নিশ্চিত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন