শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রানার ফাঁসি হাইকোর্টেও বহাল

শিশু ধর্ষণের পর হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি রানার মৃত্যুদ- বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল রোববার প্রসিকিউশনের ডেথ রেফারেন্স এবং আসামির আপিল শুনানি শেষে বিচারপতি মো. সহিদুল করিম এবং বিচারপতি মো. আখতারুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক কুমার পাল।

এজাহারের তথ্য মতে, ২০১৪ সালের ২৪ আগস্ট ঢাকার কেরাণীগঞ্জে শিশুটির প্রতিবেশী মো. রানা মাছ ধরার কথা বলে স্থানীয় একটি মাছের খামারে নিয়ে যায়। খামারের পশ্চিম পাশের এক কলা গাছের মুড়ায় ধর্ষণ করার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ওই খামারেই ফেলে দেয়। পওে খোঁজ না পেয়ে শিশুর বাবা থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি রানাকে গ্রেফতার করে পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৫ মে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম রানাকে মৃত্যুদ- দেন। পরে মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিপক্ষও আপিল করেন। উভয় শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন