রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক দিনে করোনার ১০ ডোজ টিকা!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:১৯ পিএম

নিউজিল্যান্ডের এক ব্যক্তি এক দিনে করোনার ১০ ডোজ টিকা নিয়েছেন৷ অর্থের বিনিময়ে অন্যের হয়ে তিনি টিকা নেন বলে শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷ দেশটিতে টিকা নেয়ার সময় পরিচয়পত্র দেখাতে হয় না৷

করোনার টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আস্ট্রিড কুরনিফ সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘স্টাফ'কে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে৷ ‘‘আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি,” জানান তিনি৷

কোথায় এই ঘটনা ঘটেছে সেটা মন্ত্রণালয় জানাতে চায়নি৷ তবে ঐ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে৷ অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজিস্ট হেলেন পেটুসিস-হ্যারিস স্টাফকে বলেন, এক দিনে এত টিকা নিলে কী হতে পারে সে ব্যাপারে গবেষণা হয়নি৷ তাই তার কী হতে পারে সেটা ধারনা করা কঠিন৷

মালাগান ইনস্টিটিউটের পরিচালক ও ইমিউনোলজিস্ট গ্রাহাম লে গ্রোস বলেন, ১০ ডোজ টিকা নেয়ার কারণে তিনি হয়ত মারা যাবেন না, তবে একসঙ্গে এত টিকা নেয়ার মানে এই হতে পারে যে, টিকা কাজ করছে না৷ ৫০ লাখ অধিবাসীর দেশ নিউজিল্যান্ডে এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মারা গেছেন ৪৬ জন৷ ৮৯ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন৷ সূত্র: ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন