শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের তিনবার নির্বাচিত সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগ ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর চশমা হিল কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও চশমাহিলস্থ জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল। সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জসিম চৌধুরী ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৪৪ পিএম says : 0
চট্টগ্রাম নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ পরিষদ হইতে গভীর শ্রদ্ধাঞ্জলী । একনিষ্টভাবে স্মরণ করি আল্লাহ উনাকে যেন জান্নাত দান করেন । চট্টগাম নাজিরহাট ট্রেন লাইনের জন্য অনেক ত্যাগ ও সংগ্রাম করেছেন। উনি বেঁচে থাকলে হয়ত এতোদিনে নাজিরহাট লাইনে ডাবল রেল লাইন হতো । এই রকম ত্যাগী মানুষ খূবই বিরল ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন