শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে-ডা. শাহাদাত

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নির্দলীয় সরকারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, তা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তিনি গতকাল (সোমবার) নগরীর ঘাটফরহাদবেগ স্কুল চত্বরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, হল মার্ক থেকে শুরু করে বড় বড় দুর্নীতির সাথে সরকার জড়িত বিধায় এর অপকর্ম ঢাকার জন্য বিরোধী মতকে দমনের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। দেশের ক্লান্তিকালে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
প্রধান বক্তা নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ৪১টি ওয়ার্ডে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা ধরে রেখে অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বেগমান করতে সকলকে ঐকব্যবদ্ধ থাকতে হবে। ২০ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, মঞ্জুর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী স্বপন, গাজী সিরাজ উল্লাহ, এসএম মফিজ উল্লাহ, টিংকু দাশ, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম শপথ, জসিম উদ্দিন চৌধুরী, জিয়া উর রহমান জিয়া, শেখ রাসেল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন