সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানির ইন্তেকাল

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

তিন দিনের জাতীয় শোক ঘোষণা
ইনকিলাব ডেস্ক : কাতারের আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার ইন্তেকালে কাতারে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি বর্তমান আমির তামিম বিন হামাদ আল-থানির দাদা। তার শাসনামলে (১৯৭২-১৯৯৫) জ্বালানি সমৃদ্ধ কাতার আধুনিক যুগে পা রাখে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ২০১৬ সালের ২৩ অক্টোবর রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।’
এতে আরো বলা হয়, ‘তার ইন্তেকালে শেখ তামিম বিন হামাদ আল-থানি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।’ তার ইন্তেকাল সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সাবেক এই খলিফার ছেলে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময়ে তিনি সুইজারল্যান্ডে অবকাশ যাপন করছিলেন।
১৯৭১ সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে কয়জন দেশটি শাসন করেন তিনি তাদের অন্যতম। তিনি ছয় জাতির আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা। আমির হওয়ার আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক এই আমির ফ্রান্সে চলে যান এবং ২০০৪ সালে কাতারে ফিরে আসেন। তিনি চার স্ত্রী, ৫ পুত্র ও ১০ কন্যা রেখে গেছেন। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন