শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

৫০ বছরেও জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি : খেলাফত আন্দোলন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৭:২২ পিএম

বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলদেশ খেলাফত আন্দোলনের অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা আল্লাহর প্রদত্ত এক মহান নিয়ামত। একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। হযরত হাফেজ্জী হুজুর রহ বলতেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম।

তারা বলেন, ১৯৭১ সালে ৯ মাস ব্যাপী যুদ্ধ করে তৎকালীন পাকিস্তানি জালেমদের থেকে মুক্তি লাভ করলেও আজও জুলুম থেকে দেশের জনগন মুক্ত হতে পারি নাই। স্বাধীনতার ৫০ বছরে ও দেশের মাুনষ স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারছে না। এখনো জুলুম- শোষণ, নির্যাতন, খুন,ধর্ষণ বন্ধ হয়নি। শাসকরা শোষকের ভুমিকায় অবতীর্ণ হয়ে ভিন্ন মতের নাগরিকদের উপর চালিয়েছে নির্বিচারে নির্যাতন। জনগণ গণতান্ত্রিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। মানব রচিত আইন দ্বারা কখনও মানুষের শান্তি আসতে পারে না। পৃথিবীর সার্বভৌমত্বের মালিক হলেন এক মাত্র আল্লাহ।

তারা বলেন, আজ ইনসাফের আদালতকে জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারে থাকা কিছু কর্তা ব্যক্তিদের বেফাস কথাবার্তা ও অসদাচরনের কারনে সরকারের সকল উন্নয়ন ও সম্মানকে ম্লান করে দিচ্ছে। খোদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় শীর্ষ কর্তাদের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও। যুক্তরাষ্ট কর্তৃক এ লজ্জাজনক অভিযোগ ও নিষেধাজ্ঞা থেকে দেশকে মুক্ত করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

আজ বিকেলে রাজধানীর কামরাংগিরচর মাদরাসায় ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওনা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাসুদুর রহমান ও মাস্টার আনছার উদ্দিন হাওলাদার প্রমুখ। সভায় দলের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহহাফেজ্জীর সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দুআ কামনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন