মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের অপরাধের দায় বহন করতে হবে। আফগানিস্তানের কাবুলে বিমানহামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যার জন্য কাউকে শাস্তি পেতে হবে না, তা হতে পারে না। গত মঙ্গলবার আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, নিহতদের আত্মীয়স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে এবং মার্কিন সরকারকে নিজের অপরাধমূলক আচরণের দায়িত্বও বহন করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ অগাস্ট মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ৭টি শিশুসহ ১০ জন নিরীহ আফগান নাগরিক নিহত হয়। এ অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলেও, নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেয়নি। সূত্র : সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন