ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেনের ‘জাতীয় তথ্যযোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৬’ পাওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশের তথ্যযোগাযোগ প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রফেসর আকতার হোসেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। সম্প্রতি ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর পুরস্কার বিতরণী সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিউনপো ডিএন ধুঞ্জায়েল, আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস-এর সভাপতি মোস্তফা জব্বারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন