স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর রামপুরায় গ্যাসের চুলার বিস্ফোরণে রাকিব হোসেন ও সরোয়ার সজীব নামে দুই যুবক দগ্ধ হয়েছে। গতকাল ভোরে পূর্ব রামপুরার ২১ নম্বর বাসায় এ দূর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাকিব হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং সজীব দরজি দোকানে কাজ করেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, রাকিবের গলা, ঘাড়, পিঠসহ শরীরের ২৫ শতাংশ এবং সজীবের ২০ শতাংশ পুড়ে গেছে। রাকিবের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ রাকিবের ছোট ভাই মামুন জানান, চারতলা একটি বাড়ির নিচতলায় থাকেন সজীব ও রাকিব। ভোরে রাকিব রান্নাঘরে গিয়ে দিয়াশলাই দিয়ে সিগারেট ধরাতেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি দগ্ধ হন। আগুন ছড়িয়ে পড়ায় সজীবও দগ্ধ হন। পরে ভবনের অন্য ফ্ল্যাটের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন