শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

মাওলানা আতাউল্লাহকে দেখতে হাসপাতালে হেফাজত নায়েবে আমির-মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৮:৫৬ পিএম

হেফাজতে ইসলামের নায়েবে আমির, খেলাফত আন্দোলনের আমির ও জামিয়া নূরিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। আজ আতাউল্লাহ হাফেজ্জীকে দেখতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির প্রিন্সিপাল শাহ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মনিরুজ্জামান হাসপাতালে যান।

হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, এখন আতাউল্লাহ হাফেজ্জীর অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে। করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে এখন সাধারণ বেডে দেয়া হয়েছে। তিনি স্বাভাবিক কথা-বার্তা বলতে পারছেন। সুস্থতার জন্য দেশবাসীর নিকট তিনি দোয়া চেয়েছেন। তিনি আরো জানান, দুই সপ্তাহ আগে ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত হয়েছিলেন। তার ফুসফুসে পানি জমে যাওয়ায় হাসপাতালে এখন তার নিউমনিয়ার চিকিৎসা চলছে। সোমবার ওনার এনজিওগ্রাম করা হবে। চার বছর আগে ওনার অপেন হার্ট সার্জারী করা হয়েছিলো। তাছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন।

তিনি আরো বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইসলামের জন্য নিবেদিতপ্রাণ একজন মুরুব্বি আলেম। ইসলাম ও মুসলমানের কল্যাণে এই বৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের নানা খেদমত আঞ্জাম দিচ্ছেন৷ হেফাজতে ইসলামের বিভিন্ন ঈমানী আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী ভূমিকা পালন করেন। দেশ ও জাতীর এই ক্লান্তিলগ্নে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মতো একনিষ্ঠ আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ। আমি দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দু'আর আবেদন করছি। আল্লাহ তায়া'লা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন