শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চিটাগাং চেম্বার সভাপতির সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা গতকাল রোববার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল, রাষ্ট্রদূতের সহধর্মিনী ড. র‌্যাচেল ডেনিয়েগা, দূতাবাসের থার্ড সেক্রেটারী ক্রিস্টিয়ান হোপ, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর হলে অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। তিনি দু’দেশের বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ফিলিপাইনকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র মন্তব্য করে উভয় দেশের বেসরকারি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন