শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিন ছিনতাইকারী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর সদরঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তিনজন ছিনতাকারীকে গ্রেফতার করেছে। তারা হলো-শাহজালাল (২১), মো. রাজিব হোসেন (২২) ও মো. সজিব (২০)। গতকাল রোববার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সদরঘাটসহ বিভিন্ন এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে ছোঁ মেরে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যেতো তারা।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর সদরঘাট লেডিস পার্ক হকার্স মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় আটক করা হয় তিন ছিনতাইকারীকে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু ও চারটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বেশ কিছুদিন ধরে সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন তারা। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন