সোমবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০৭তম শাখা মাওলানা শপিং কমপ্লেক্স, হেমায়েতপুর, সাভার, ঢাকায় উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান। ব্যাংকের পরিচালকবৃন্দের মধ্যে এস এ এম হোসাইন এবং গুলজার আহমেদসহ দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মন্তব্য করুন