ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স ও বিনিয়োগ দেশের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে আপনারা কষ্টার্জিত রেমিটেন্স যেভাবে পাঠাচ্ছেন এবং বিনিয়োগ করছেন সেক্ষেত্রে তেমন মূল্যায়ন করা হয় না। তবে বর্তমান সরকার প্রবাসীদের এ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মূল্যায়নে সচেতন রয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আরো ব্যাপকভাবে রেমিটেন্স পাঠান এবং বিনিয়োগ করুন। আরব আমিরাতে বন্ধ ভিসা খোলা প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের সমস্যার পাশাপাশি এদেশটিতেও প্রচুর শ্রমিক প্রয়োজন। তাই খুব শিগ্গিরই বন্ধ ভিসা খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং উভয় দেশের ভাব-মর্যাদা উজ্জ্বলে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। গত বৃহস্পতিবার রাত ৯টায় দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে দুবাইস্থ ক্রাউন প্লাজা হোটেলের হল রুমে আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ইউনিটিস ইন বাংলাদেশ অ্যান্ড ফরেন কারেন্সি রেমিটেন্স’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপির সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল এস এস বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, মোহাম্মদ মাহবুব আলম মানিক ও জাকির হোসেন হাফিজ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন