রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইএমই অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত থাকাবস্থায় সৈনিক মো. আবুল বাশার (২৯) গত ১৩ অক্টোবর মারা যান।
বাশারের লাশ ২২ অক্টোবর দেশে আনা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার পুরাকান্দি গ্রামে পাঠানো হয়। জানাজায় মরহুমের আত্মীয়-স্বজনের পাশাপাশি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সকল পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। গ্রামের বাড়িতে সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল ও ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে বিদায়ী সালাম প্রদান করেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন