শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১০:০৪ এএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

বুধবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।

এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২৮ জন এবং মৃত্যু ১৪৭ জনের। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯৯ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন