বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চৌগাছায় পুলিশের এএসআই সিরাজ ক্লোজড
যশোর ব্যুরো : যশোরের চৌগাছায় শহরের এক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের এএসআই সিরাজুল ইলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল দুপুরে সোর্সের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়লে বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীরা বিক্ষোভ করে। যশোর পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করেন। আমাদের চৌগাছা উপজেলা সংবাদদাতা আবুল কাশেম প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার বেলা ১২টায় চৌগাছা থানার এএসআই সিরাজ তার এক সোর্স নিয়ে মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে প্রবেশ করে। বাজারের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান সুপার ইলেকট্রনিক্স অ্যান্ড ভ্যারাইটি স্টোরের অদূরে তিনি মোটরসাইকেল রেখে তার সোর্সকে ওই প্রতিষ্ঠানে পাঠান। সোর্স কৌশলে ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্থানে ইয়াবা ট্যাবলেট রেখে দেয়। কিছুক্ষণ পরেই এএসআই সিরাজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দোকান থেকে ইয়াবা ট্যাবলেট বের করেন এবং আটকের চেষ্টা করেন। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে চ্যালেঞ্জ করেন। একপর্যায় ব্যবসা প্রতিষ্ঠানে রাখা সিসি ক্যামেরায় ধরা পড়ে ইয়াবা রাখার দৃশ্য ও সোর্সের অবস্থান। বিক্ষুব্ধরা পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ করে। বাজারের সকল দোকানপাট বন্ধ করে দেয়া হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ এম মসিউর রহমান জানান, পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। অভিযুক্তকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন