চিত্র নায়ক, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তার ছেলে মাশরুর পারভেজ জানান, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোহেল রানার অবস্থার অবনতি হয়েছে। তিনি বলেন, বাবার অবস্থা আগের চেয়ে খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় সারাদিন খোঁজ করে সন্ধ্যায় ইনজেকশনটি পেয়েছি।
গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে। তার আগে বেশ কয়েকদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। গত ২৯ ডিসেম্বর থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন