বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সিদ্ধান্ত অনুসারে গতকাল রোববার একজন উপ-পরিচালকের নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদক সূত্র জানায়, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৬ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও মন্ত্রণালয়কে অনুসন্ধান করার জন্য সুপারিশ করেছে। বিষয়টি অনুসন্ধান করে তা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করা হবে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পেলে এ বিষয়ে মামলা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন