শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর জীবন শীর্ষক আলোচনা সভা আগামীকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে জানান আগামী বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সাবেক হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল খিলগাওস্থ জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসা মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা শেষে আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর রূহের মাগফিরাত কামনা ও ঈসালে সাওয়াবের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ দেশবরেণ্য উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানী আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করার অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন