শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি এন্ড ক্যারিয়ার

হোয়াটসঅ্যাপে লুকানো যাবে ব্যক্তিগত চ্যাট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ২:১৭ পিএম

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। অনেকেই পিসিতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বাড়িতে কিংবা অফিসে হোক চেয়ার ছেড়ে ওঠার সময় ট্যাব ক্লোজ করতে ভুলে যান প্রায় সময়। ব্যক্তিগত অনেক চ্যাট আশপাশ দিয়ে যেতে গিয়ে অন্যরা দেখে ফেলছে। বিব্রতকর অবস্থায় পড়তে হয় এজন্য।

আবার দেখা যায়, হোয়াটসঅ্যাপ চালু করলেই চ্যাট তালিকায় থাকা সব বন্ধুর সর্বশেষ বার্তা দেখা যায়, যা অনেক সময়ই বিব্রতকর হতে পারে। ব্যক্তিগত বা জরুরি বার্তাগুলো অন্যের কাছেও প্রকাশ হয়ে যেতে পারে। তবে এখন আপনি চাইলে আপনার বার্তা লুকিয়ে রাখতে পারবেন।

নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে আদানপ্রদান করা বার্তা আপনার চ্যাট তালিকা থেকে মুছে আর্কাইভ ফোল্ডারে রাখতে পারবেন। এতে চ্যাটবক্স খুললেই আর সেই ব্যক্তির চ্যাট আর সামনে থাকবে না। তাহলে জেনে নিন কীভাবে কাজটি করতে পারবেন-

এ জন্য প্রথমে হোয়াটসআ্যাপ চালু করে যার সঙ্গে বিনিময় করা বার্তা লুকিয়ে রাখতে চান তার কনট্যাক্ট বেছে নিন।

বার্তাটি কিছুক্ষণ চেপে ধরলেই হোয়াটসঅ্যাপের ওপরের ডান পাশে ‘আর্কাইভ’ ফোল্ডার দেখা যাবে।

এবার ফোল্ডারে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি থেকে সেই ব্যক্তির সব বার্তা আর্কাইভে জমা হবে।

ফলে চ্যাট হিস্ট্রিতে এই ব্যক্তির সঙ্গে বিনিময় করা কোনো তথ্য দেখা যাবে না।

যদি আপনার চ্যাট হিস্ট্রিতে থাকা সব তথ্যই আর্কাইভে স্থানান্তর করতে চান তাহলে-

প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘চ্যাট’ অপশনে ক্লিক করে ‘চ্যাট হিস্ট্রি’ নির্বাচন করুন।

এবার ‘আর্কাইভ অল চ্যাট’–এ ক্লিক করলেই হেয়াটসআ্যাপের চ্যাট ইতিহাসে থাকা সব তথ্য আর্কাইভে জমা হবে।

পরবর্তী সময়ে হেয়াটসআ্যাপ স্ক্রিনের ওপরে থাকা ‘আর্কাইভ’ ফোল্ডারে ক্লিক করে বার্তাগুলো দেখা যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Aziz Abdul Md ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪৩ এএম says : 0
ভাই এইটাতু পুরাতন ইতিহাস। নতুন কিছু থাকলে বলরন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন