ইন্টারন্যাশনাল ক্বিরাত রিসাইটেশন অ্যাসোসিয়েশনের (ইক্বরা) উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেলে বরিশাল মহানগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হচ্ছে। বরিশালের আল কুরআন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য এই ক্বিরাত মাহফিলে সভাপতিত্ব করবেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ।
সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন বাংলাদেশের শাইখুল কুররা আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিশরের প্রখ্যাত ক্বারি শাইখ ত্বহা আন নোমানী, ইরানের ক্বারি হামেদ আলী যাদেহ, আফগানিস্তানের ক্বারি আলী রেযা রেযায়ী, ফিলিপাইনের ক্বারি মুহাম্মদ নাযীর আসগর।
এ কিরাত সম্মেলনে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য অনুরোধ জানিয়েছেন আল কুরআন অ্যাকাডেমি বরিশালের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুর রব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন