রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিয়োগবঞ্চিত ৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিয়োগাদেশ প্রাপ্তরা হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান। এ বিষয়ক রিটের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ছিলেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এর আগে দশম বিজেএস’র নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে রিটকারীরা আবেদন করেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হন। কিন্তু এরপরও তাদের নিয়োগ না দেয়ায় ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট করেন। ওই রিটের ওপর জারি করা রুলের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন