স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে সম্পন্ন হয়েছে ওয়াকাথন। সম্প্রতি কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে শুরু হয়ে আড়াই কিলোমিটার ব্যাপী এ ওয়াকাথন লাবণী পয়েন্টে এসে শেষ হয়। প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, প্রাণ বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের ও কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি রায়হান কাজেমীসহ প্রায় ১৫০০ জন এ ওয়াকাথনে অংশগ্রহণ করে। এসময় মাশরাফি বলেন, প্রাণ ড্রিংকিং ওয়াটার স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিতে এ উদ্যোগ নিয়েছে। তিনি সকলকে সুস্থ থাকার জন্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলার আহŸান জানান। প্রাণ বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান আতিকুর রহমান জানান, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এটি প্রাণ ড্রিংকিং ওয়াটারের দ্বিতীয় আয়োজন। এ ধরণের আয়োজন আগামিতেও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। ওয়াকাথন অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন