শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী খুলনা নৌকাবাইচ। খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রর (এনএসএসকে) আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় আজ অনুষ্ঠিত হচ্ছে। এটি উৎসবের ১১ তম আসর। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রামীণফোন এ বিশাল আয়োজনের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মাধ্যমে আজ সকাল ১০টায় ডাক বাংলা/ ময়লা পাতা মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত শোভাযাত্রা দিয়ে শুরু হবে দিনব্যাপি এই উৎসব। দুপুর ২টায় রূপসা নদীর ১ নং কাস্টম ঘাটে মাননীয় অতিথিবৃন্দরা ফেস্টুন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। দুপুর দুইটা ৩০ মিনিটে ১ নং কাস্টম ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু করা হবে। নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং, খুলনা সার্কেল পার্থ প্রতীম ভট্টাচার্য্য, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মোল্লা মারুফ রশীদ, মো. মনিরুজ্জামান রহিম এবং প্রধান উপদেষ্টা শেখ আশরাফ-উজ-জামান সহ অন্যান্যরা। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন