শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘বন্দুক যুদ্ধে’ হত্যা মামলার ২ আসামি নিহত

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার আতাইকুলায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে ২ জন ডাকাত নিহত হয়েছে। নিহত বিপুল (৪৫), মদন(৩৭) পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও শাহাজাহান মাস্টার হত্যা মামলার আসামি ছিল। র‌্যাবের দাবি, গয়েশবাড়ী এলাকায় একটি বাড়িতে চরমপন্থি দলের কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এই সংবাদরে ভিত্তিতে র‌্যাব ওই স্থানে শুক্রবার দিাবাগত  ভোর আনুমানিক ৪টার  অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে । র‌্যাবও পাল্টা গুলি চালায় । এতে ২ জন নিহত হয়। র‌্যাব কমান্ডার বীনা রানী দাশ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিহতদের পরিচয় নিশ্চিত করেন। নিতহরা হলো, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আফফাছ ওরফে আব্দুল্লাহ’র পুত্র বিপুল (৪৫), একই উপজেলার বাইকশা গ্রামের মোতালেব মিস্ত্রীর পুত্র মদন(৩৭)। আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সতত্যা স্বীকার করে সাংবাদিকদের জানান, নিহত ২ জন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। হত্যাসহ একাধিক অপরাধশূলক মামলার আসামি ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন