শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দুই কিলোমিটার ফুটপাথ দখলমুক্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হয়েছে ২ কিলোমিটার ফুটপাথ। অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার ডিএনসিসির অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী ও অঞ্চল-৬ এর নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জরিমানা আদায়ে ৩টি মামলা দায়ের করা হয়।
জানা যায়, সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত ওই দুটি অঞ্চলের প্রায় ৯৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করে। রাস্তায় মালামাল রেখে পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরপুরের মাজার রোড, ২য় কলোনি, বর্ধনবাড়ী, দিয়াবাড়ী এবং গাউসুল আজম এভিনিউ এলাকার প্রায় ২ কিলোমিটার ফুটপাথ দখলমুক্ত করা হয়। এসময় ‘সবার ঢাকা’ অ্যাপের অভিযোগের প্রেক্ষিতে ৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন