বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলোজির (বিইউএফটি) প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন টেক্সটাইল শিক্ষাবিদ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে টেক্সটাইল টেকনোলজি বিষয়ে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিসহ মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান ২০০০ সালে শিক্ষকতায় যোগ দিয়ে ঢাকার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট কর্তৃক টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের-এর সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ৩৪ বছরের কর্মজীবনে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক ও ইন্ডাস্ট্রিতে প্রধান কর্মকর্তা হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কর্ম সম্পাদন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন