বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

১ নভেম্বর থেকে আয়কর মেলা শুরু

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : করদাতাকে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা শহর এবং উপজেলায় একযোগে শুরু হয়েছে আয়কর মেলা-২০১৬। আগামী ১লা নভেম্বর রাজধানীসহ সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ মোট ১৫০টি স্থানে আয়কর মেলা আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরগুলোতে ৪দিন, ২৯টি উপজেলায় ২ দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা এবং ৫৭টি উপজেলায় ১ দিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে, এবার মেলায় করদাতারা প্রথমবারের মত অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন। জমা দেওয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে অনলাইনে। এছাড়া আয়কর মেলায় বড় অঙ্কের রাজস্ব আহরণের জন্য মেলায় থাকছে কর তথ্য ও সেবা কেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা। রিটার্ন দাখিলের জন্য খাকবে ই-পেমেন্টের পৃথক বুথ। থাকছে ব্যাংকিং সুবিধাও। এছাড়া মেলায় সংশ্লিষ্ট করদাতারা রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি কর সংক্রান্ত যে কোনো প্রশ্নের উওর ও তথ্য পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন