শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসি ভোটের ফল পাল্টে দিতে পারে : সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

 সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুদার বলেছেন, ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণে ইভিএম দুর্বল পদ্ধতি। এটা দিয়ে ফলাফল যেকোনো দিকে নিয়ে যেতে পারে। যেহেতু এটা কমিশনের হাতে আছে, তাই তারাও ফলাফল পাল্টে দিতে পারে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ডিদ্বতা করা প্রার্থীদের তথ্য উপস্থাপন নিয়ে গতকাল ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীরা হলফনামায় অসম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে সুজন। জনগণের স্বার্থে না কার স্বার্থে কমিশন কাজ করছে প্রশ্ন তুলে সুজন সম্পাদক বলেন, প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ না করে এবং অসম্পূর্ণ হলফনামা প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের বঞ্চিত করছে।

সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার প্রার্থীদের তথ্য তুলে ধরেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এতে বলা হয়, এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়।

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলো বিস্তারিত নয়। হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এগুলো যাচাই-বাছাই করে দেখা। তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল করা। এই নির্বাচনে অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এগুলো অসম্পূর্ণ। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে সিইসি নূরুল হুদার বক্তব্যের জবাবে সুজন সম্পাদক বলেন, আচরণবিধি লঙ্ঘনই শাস্তিযোগ্য অপরাধ। সিইসির বক্তব্য বোধগম্য নয়। তিনি বলেন, একজন প্রার্থী নিজের নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতারের অভিযোগ করেছেন। কিন্তু ইসির কোন ভ‚মিকা নেই।

সুজন কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সুজন সহ-সভাপতি হামিদা হোসেন, সহ-সম্পাদক জাকির হোসেন, ড. শাহনাজ হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
মোহাম্মদ দলিলুর রহমান ১৪ জানুয়ারি, ২০২২, ১২:৫০ এএম says : 0
আপনাদের কথা সত্য কিন্তু কে শুনবে আপনাদের কথা,জনগণের মধ্যে সেই খেয়াল নেই,সংসদীয় পদ্ধতি করেছেন,আপনাদের পাওয়ার থাকবে কিন্তু আম গেল ছালাও গোল কি আছে বলেন,য...
Total Reply(0)
Md Kaisur Uddin ১৪ জানুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
ঠিক বলেছেন
Total Reply(0)
জীবনের পরাজয় ১৪ জানুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
সঠিক বলেছেন
Total Reply(0)
Mojibur Rahman ১৪ জানুয়ারি, ২০২২, ৬:২৯ এএম says : 0
কথা সত্য হলেও একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মানতে নারাজ তারা রাতের ভোটে পারদর্শী
Total Reply(0)
Saddad Hossain ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৩০ এএম says : 0
Right
Total Reply(0)
Md Harun Rashid ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৩১ এএম says : 0
এইটা আবার কি কথা শোনালেন আপনি!
Total Reply(0)
Jaker Ullah ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৩২ এএম says : 0
বোতাম টিপলাম ধানের শীষের সবুজ বাতি জ্বলে উঠলো নৌকার অনেক চিন্তা করে দেখলাম চিন্তা করে কোন লাভ নেই
Total Reply(0)
Kafi Akond ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৩৪ এএম says : 0
This is bad reality in Bangladesh
Total Reply(0)
Ibrahim ১৪ জানুয়ারি, ২০২২, ৮:১০ এএম says : 0
কথা একটা-ই সিরাজুদ্দৌলার সময় মির জাফরের সাথে অল্প কয়েকজন সাথী ছিল এখন মীর জাফরের সাথী সংখ্যা বেশি। তারা ভাবছে ক্ষমতা আর টাকা চীর স্থায়ী।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন