সম্প্রতি অনুষ্ঠিত হল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডেইলি স্টার এর আয়োজনে সেলিব্রেটিং লাইফ’ সিডি ও ফটো বুক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ-এর সিইও আবরার এ. আনোয়ার এবং ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিগত নয় বছর ধরে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডেইলি স্টার যৌথভাবে যথেষ্ট সুনামের সাথে ‘সেলিব্রেটিং লাইফ’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বাংলাদেশে চলচ্চিত্র, ফটোগ্রাফি এবং গানের লিরিক এর ক্ষেত্রে সৃজনশীল বিকাশের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই এমন প্রতিযোগিতার সূত্রপাত। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারের প্রকাশনায় স্থান পায় ২০১৪ ও ২০১৫ সালের নির্বাচিত ছবি ও লিরিক। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন