রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এক বছরের মধ্যে ঢাকার ভাড়াটিয়া ও মালিকদের ডাটাবেজ হবে ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঢাকা মহানগরীর সকল ভাড়াটিয়া ও মালিকদের ব্যক্তিগত তথ্য ডাটাবেজ করা হবে। দেশে জঙ্গিবাদ নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভাড়াটিয়া ও মালিকদের তথ্য সংগ্রহের জন্য উন্নতমানের ডাটাবেজ তৈরী হচ্ছে।
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে নিটল নিলয় মটরস লিমিটেডের পক্ষ থেকে রাজধানীর চকবাজার থানায় পুলিশ টহল ভ্যান ও ট্রাফিক পুলিশের জন্য ছাতা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ভোটার তালিকা তৈরী করতে শতশত কোটি টাকা খরচ হলেও এই নগরীর বিশাল জনসংখ্যার তথ্য সংগ্রহে একটি টাকাও খরচ হবে না। আমরা রাত-দিন পরিশ্রম করে এই ডাটাবেজ তৈরী করছি। ইনশাআল্লাহ আগামী ১ বছরের মধ্যে সকল ভাড়াটিয়া ও মালিকদের তথ্য ডাটাবেজে সংগ্রহ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিব। তিনি বলেন, ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি কোড নাম্বার থাকবে। যাতে করে কেউ কোন অপরাধ করলে দ্রুত সনাক্তসহ তাকে আইনের আওতায় আনা যাবে।
অনুষ্ঠানে এফবিসিসিআই-এর সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের এই সক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। এ জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবো। অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদসহ ডিএমপি’র উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন