শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বনানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীর বনানী থেকে আইস ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- মো. কায়ছার ও মো. রতন মিয়া। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে র‌্যাব-১ এর একটি দল বনানী থানাধীন বিটিসিএল কড়াইল কলোনি এলাকার আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। এ সময় তাদের কাছ থেকে ২২৩ গ্রাম আইস, ৮৪৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন