ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, ভাষা সৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ৯৭তম জন্মদিন আজ। এই উপলক্ষে ঢাকা ও পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এছাড়া আলোচনা ও স্মৃতি সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মী, হুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ।
টার্গেট ফাঁকা বাসা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন