শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইতালিতে ভুয়া টিকা দেয়ার অভিযোগে নার্স গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১১:০৯ এএম

করোনা প্রতিরোধে ভুয়া টিকা এবং সনদ দেয়ার অভিযোগে গ্রেফতার হলো ইতালির এক নার্স। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) পালেরমো শহরে তাকে গৃহবন্দি করা হয়। ‘ফিয়েরা দেল মেদিতার্নো’ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ঐ নারী এক দম্পতিকে ভুয়া ভ্যাকসিন প্রদানের সময় ধরা পড়েন।
গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, অর্থের বিনিময়ে নার্স ইনজেকশন দিচ্ছেন ওই দম্পতিকে। কিন্তু সিরিঞ্জে করোনার প্রতিষেধক ছিল না।
এর আগে, গত সপ্তাহে দেশটির আনকোনা শহর থেকে এক পুরুষ সেবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ৫০ জনকে ভুয়া টিকা এবং সনদ প্রদানের অভিযোগ রয়েছে। স্বাস্থ্যসেবার নামে সরকারের সুনাম নষ্টের অপকর্ম রুখতেই নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন