শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘জিয়া বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন। উন্নয়নের জন্য দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গেছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। গতকাল বুধবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। তার আগে ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা এ এম নাজিম উদ্দীন, আবুল হাশেম বক্কর, এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, হারুন জামান, মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন