শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে একদিনে সংক্রমণ ছাড়ালো তিন লাখ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১১:৩১ এএম

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত, ‘লাফিয়ে লাফিয়ে’ বেড়ে চলেছে। বৃহস্পতিবার চলতি দফা করোনা বিস্তারে এই প্রথম তিন লাখের কোঠা পার হলো দৈনিক সংক্রমণের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুও।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন সংখ্যাটি ছিল দুই লাখ ৮২ হাজার ৯৭০। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান এটি।
তাল মিলিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের। ভারতে নয় হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হয়েছে এ পর্যন্ত। সূত্র: আনন্দবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন