ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান বলেছেন, কোভিড চলাকালীন সময়ে অন্যান্য বছরের তুলনায় বর্তমান অর্থবছরে প্রায় দ্বিগুন যাকাত আদায় করতে সক্ষম হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। যাকাত আদায়ের সাথে সংশ্লিষ্টদের আরো বেশি উদ্যোগী ও তৎপর হতে হবে। যাকাত আদায়ের জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই সফটওয়্যারটি চালু হলে ঘরে বসেই যাকাত আদায় করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত “যাকাত আদায় এবং বিতরণে নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, শুধু রমজান মাস নয় যাকাত আদায়ের জন্য বছরজুড়েই প্রচার প্রচারণা চালাতে হবে যাতে সাধারণ মানুষ যাকাত প্রদানে উদ্বুদ্ধ হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী বলেন, প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের মাধ্যমে যাকাত আদায়ের জন্য প্রচারণা চালাতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান বলেন, সরকারি যাকাত ফান্ডে নিজস্ব যাকাত প্রদানের ব্যাপারে সবার আগে উদ্যোগী হতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের। এতে মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন যাকাত ফান্ড বিভাগর পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ুর রহমান খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন