শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে মসজিদ উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আলহাজ হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ফটিকছড়ির মাইজভান্ডারে মসজিদ ও গেইট উদ্বোধন করা হয়েছে। এম মনজুর আলমের সভাপতিত্বে গতকাল বাদ জুমা তিনতলা বিশিষ্ট হযরত গাউসুল আজম আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ উদ্বোধন করেন শাহ সুফী সৈয়দ সহিদুল হক আল হাসানী আল মাইজভান্ডারী। আশেকানে মাইজভান্ডারী গেইট উদ্বোধন করেন শাহ সূফী সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দিন মাইজভান্ডারী এবং শাহসূফী সৈয়দ মুহাম্মদ হাছান মাইজভান্ডারী।

আজিম নগর মাইজভাইন্ডারী রোডে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরশে আগত মেহমান ভক্তদের জন্য ইতিপূর্বে বিশ্রামাগার, আধুনিক ৫০টি গণশৌচাগার নির্মাণ করা হয়। এছাড়া ২৫০ ফুট একটি মিনারের নির্মাণ কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে এম মনজুর আলম বলেন, সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরশে প্রতিবছর সারা দেশ থেকে হাজার হাজার মেহমান ও ভক্তরা দরবারে আসেন। তাদের এবং এলাকাবাসীর সুবিধার্থে আমাদের এই প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ ও ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ সৈয়দ মাওলানা মুফতি অছিয়র রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন