শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৬:৩১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। এতে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে। একই সময়ে করোনার নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার ৮০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ২৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। এর আগের দিন রবিবার করোনায় ১৪ জনের মৃত্যু হয়। গতকাল শনাক্ত হন ১০ হাজার ৯০৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন