‘করাপশন ইন মিডিয়া পেজ’ বন্ধ প্রশ্নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে উল্লেখিত পেজে প্রচারিত মানহানিকর ভিডিও ৭ দিনের মধ্যে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত ‘করাপশন ইন মিডিয়া’ নামের ফেসবুক পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার করা হচ্ছে-মর্মে উল্লেখ করা হয় রিটে।
‘করাপশন ইন মিডিয়া’ নামে ফেসবুক পেজে অপপ্রচার নিয়ে রিট করেন দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক-প্রকাশক ড. কাজী এরতেজা হাসান। তারপক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিগার সুলতানা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন