অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম দেশজুড়ে শীতপ্রবণ এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ইতিমধ্যে মৌলভীবাজার, রাজশাহী, কিশোরগঞ্জ, পাবনাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ও সাতকানিয়ায় ১৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়। প্রশাসনের কর্মকর্তা ও কেএসআরএমের শীর্ষ কর্মকর্তারা নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, কম্বল বিতরণ দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।
বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। এছাড়া ওই এলাকার মানুষ বেশিরভাগই নিম্ন আয়ের। করোনার কারণে সারাদেশে চাকুরিহারা হয়েছেন অসংখ্য মানুষ। তাই আমাদের চেষ্টা ছিল পুরো করোনাকালেই নানাভাবে তাদের পাশে থাকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন