কর্পোরেট রিপোর্ট ঃ ব্যাংকগুলো অব্যাহতভাবে আমানতে সুদহার কমিয়েছে। সুদহার কমে যাওয়ায় মানুষও ব্যাংকবিমুখ হয়ে পড়ছে। ব্যাংকের চেয়ে বেশি সুদের কারণে আমানতকারীদের বিপুল অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছে। এ কারণে গত বছরে ব্যাংক খাতের আমানত প্রবৃদ্ধি কমে গেছে। ২০১৫ সাল শেষে পুরো ব্যাংক খাতে আমানত বেড়েছে মাত্র ১৩ দশমিক ১০ শতাংশ। তবে এ সময়ে বিদেশি মালিকানার বড় তিন ব্যাংকের আমানত কমায় খাত ভিত্তিতে বিদেশি ব্যাংকের সামগ্রিক আমানত শূন্য দশমিক ৭৭ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে সার্বিক ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৫১১ কোটি টাকা। ২০১৪ শেষে যা ছিল ৭ লাখ ১০ হাজার ৪৭৩ কোটি টাকা। এ সময়ে মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৩০২ কোটি টাকা। ২০১৪ সালে যা ছিল ৫ লাখ ২৮ হাজার ৭৫৫ কোটি টাকা। আলোচ্য সময়ে বিদেশি মালিকানার সিটি ব্যাংক এনএর আমানত ৮ দশমিক ৬৯ শতাংশ কমে ২ হাজার ৭৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। হাবিব ব্যাংকের আমানত কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন